অপূর্ণ ইচ্ছার অসুখ
মোস্তফা জামাল গুমুজি
অসুস্থ শরীর, ক্লান্ত চোখ,
চিন্তায় ভারী মন,
স্বপ্নগুলো অলকায় ভাসে,
পূরণের আকুল ধন।
প্রভাতের আলো ম্লান হয়ে যায়,
নিঃশ্বাসে বোঝা ভার,
প্রতিটি মুহূর্ত কাঁদায় বুকে,
স্বপ্নেরা যে অধিকার।
ইচ্ছেগুলো ঝলসে ওঠে,
তবু নিভে যায় হায়,
জীবনের পাকে হারিয়ে যায়,
পূরণের পথ কোথায়?
সব মিলিয়ে এক অসুখ বুঝি,
স্বপ্নের অতল টান,
আশার আলোয় পথ খুঁজি,
হয়তো হবে অবসান।
২৩ মার্চ ২০২৫, রবিবার
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal