নীরব সংগ্রাম
মোস্তফা জামাল গুমুজি
চুপচাপ বসে আছে বাবা, ডাঙায় নয়—জলে ভাসে,
পেছনে তিনটি মুখ, যারা হাসে বাবার আশ্বাসে।
ছিপ হাতে দিনরাত তার একটাই বড়ো কামনা—
“বাচ্চাগুলোর মুখে হোক এক মুঠো সুখ, একটুখানি খাবার-গামা।”
জলতলে সাঁতার কাটে মাছেরা, বড়োটা তাকিয়ে থাকে,
আস্তে করে টান দেয় বাবার কষ্টের ফাঁদে।
কেউ বোঝে না, জলের নিচে কতোখানি লড়াই জমে,
পানির উপর যারা বসে, তারা দেখে শুধু হাসিমুখে খাওয়া জমে।
ছোট ছোট মাছেরা সরে যায়, দেখে বাবার ধৈর্য টানে,
কেউ বোঝে না, বাবারা কত গভীরে নেমে যায় সন্তানের টানে।
বাবার মুখে না থাকে অভিযোগ, না থাকে বিশ্রামের ভাষা,
তবু দিন শেষে বলে— “সব ঠিক আছে, তোদের মুখেই আমার আশা।”
📅 ০৫ এপ্রিল ২০২৫, শনিবার
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal