ঈদের সাজ
মোস্তফা জামাল গুমুজি
ঈদের দিন খুশির বারতা,
পোশাকে নয়, মনের কথা।
সুন্দর মানে নতুন কেন?
পরিচ্ছন্নতাই যথেষ্ট যেন।
নতুন কাপড় নয় আবশ্যক,
শুদ্ধ মনেই থাকুক সুখ।
অপচয়ের এ মিথ্যা সাজ,
ভালোবাসায় রাখুক লাজ।
প্রতিবার কেন নতুন বেশ?
সাধ্যের মাঝে হোক পরিবেশ।
খুশি মানে হৃদয় ভরা,
ভ্রান্ত রেওয়াজ থাকুক সরা।
ঈদ মানে শুদ্ধ উল্লাস,
সাধারণতাই থাকুক আশ।
প্রকৃত সৌন্দর্য অন্তরে রয়,
নতুনের মোহে কী আনন্দ হয়?
২৩ মার্চ ২০২৫, রবিবার
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal