Posted on

অনুপ্রেরণা

আমি তোমার থেকে নিয়েছি অনেক। বিনিময়ে দেইনি কিছুই। তবুও তুমি অভিমান করনি। বরং নিশ্বার্থভাবে ভালোবাসা দিয়ে গেছো।

গাছ/বৃক্ষ যে নামেই তোমায় ডাকি তুমি আমার প্রকৃত বন্ধু, আমার আত্মা, আমার শিক্ষক, আমার অনুপ্রেরণা।
আমার প্রতিটি নিশ্বাসের জন্য পাওয়া অক্সিজেন তোমার থেকে পাই। কিভাবে বিনিময় না পেয়েও শুধু দিতে হয়, সেটা শিখিয়ে দাও। কেউ মুল্য দেক বা না দেক এটা জেনেও কিভাবে বাচতে হয়, তার অনুপ্রেরণা দাও।

একটা গাছ আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ সেটা উপলব্ধি যতটা করি, তারচেয়ে বেশি এটা কাটার চিন্তা করি। অথচ,গাছ লাগানোর ব্যাপারে আমরা বড্ড উদাসীন।
বিভিন্ন অনুষ্ঠান, সময়, দিন উদযাপন হোক একটা গাছ লাগিয়ে,,,,,,
গাছ লাগান পরিবেশ বাচান,,,

লেখাঃ মোছাঃ রহিমা খাতুন

——-বন্ধুকে জানিয়ে দাও

3 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments