পঁচিশ
ধন্যবাদ পঁচিশ,
তুমি না আসলে জীবনের অনেক রং ই চিনতাম না, আমি জানতাম না, সম্পর্ক বদলায়, সময়ের পরিবর্তনে কথার মুল্য হারায়। পঁচিশ তুমি এসেছো বলেই বুঝতে শিখেছি পৃথিবীটা একান্ত নিজের। কথার ফুল ঝুরি হজম করে শিখছি হাসতে। আমি ধীরে ধীরে চুপ হয়ে যেতে চাই কারন, পঁচিশ তোমার আগমনে তর্ক লাগেনা ভালো। আমি বুঝেছি স্বার্থহীন পৃথিবীতে আমি বড্ড স্বার্থপর।
✍️✍️লেখাঃ সুখহীন স্বপ্ন ভিখারিনী (মোছাঃ রহিমা খাতুন)