আহা শীত
📝📝লেখা ঃ রহিমা খাতুন 📝
আহা মজার শীতকাল!
শীতের কাপড় গায়ে জড়িয়ে
এক কাপ গরম চা হাতে
আছি জানালার পাশে দাঁড়িয়ে।
গরম খাবার সব পাচ্ছি হাতের কাছে
বাইরে নাকি বাতাস খুব?
সে খবর কি আমার আছে?
আহা শীতে কাপছি খুব।
নরম বিছানায় কম্বল গায়ে
দেখছি আবহাওয়ার খবর
উফ, কি বিরক্তি নিয়ে,
কবে যাবে শীতকাল।
বাইরে প্রচুর কুয়াশা পড়ছে
ঘুমিয়ে কাটাবো দিন,
স্তম্ভিত হলাম শীতেও মানুষ কি করে ঘামছে?
তবে শীত কি সবার মজার নয়?
ঘামছে যারা মানুষ তারা
তবে, কি আমার পরিচয়?
চামড়ার মাঝে নেই পার্থক্য ভেবে হচ্ছি দিশেহারা
শীত সবার মজার নয়।
বস্তির পাশের ফুটফুটে শিশুরা সব
ভুগছে শীতের রোগে
রাখছে কে খবর, সে সব?
বৃদ্ধ বয়সে অসহায় হয়ে কাটছে শীতের দিন।
শীতের পোশাকেও কাপছি আমি ঘরে
পরিশ্রমে ঝরছে ঘাম তাদের
শিশু,বৃদ্ধ,ধনী, গরীব সবারই শীত করে
শীত নয় মজার, কারোর কাছে হাহাকার।