অল্পে সুখ
মোস্তফা জামাল গুমুজি
অল্পে সুখ মানে —
মন খোলা হাসি,
এক চিলতে রোদ্দুরে
জীবন ভালবাসি।
অভাব বুঝি,
তবু আশা বাঁচে,
সাদামাটা স্বপ্নে
আলো সঁপে আছে।
জীবন মানে পাওয়া,
হারানোর মাঝে,
আনন্দ খুঁজি আমি
অল্প সুখের সাজে।
শনিবার, ২২ মার্চ ২০২৫
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal