ক্ষমতার আয়না
মোস্তফা জামাল গুমুজি
ক্ষমতা হাতে, তাই কি তুমি
ইচ্ছেমতো চলো?
ভেবে দেখো, সময় এলে
কে দেবে তোমায় ছলো?
আকাশ ভরা নীল স্বপ্নে
কালো মেঘের ছায়া,
অন্যায়ের পথ চললে তুমি —
ফিরবে ধেয়ে মায়া।
আজ যা খুশি করছ বলে
ভেব না, সবই শেষ,
ভবিষ্যতের দোরগোড়ায়
লিখছে সময় দেশ।
হৃদয় জুড়ে অহংকারে
যে বিজয়ী হাসে,
কাল সে-ই হয় ইতিহাসে
ভুলের পাতা ভাসে।
ক্ষমতারও সময় আসে,
পালাবদল হয়,
ভুলে যেও না, সবি ফুরায়,
শুধু কর্মটাই রয়।
শনিবার, ২২ মার্চ ২০২৫
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal