বাইকের পেছনে ভালোবাসা
মোস্তফা জামাল গুমুজি
বাইকের গতি টানে হৃদয়, মেয়েরা ভাবে প্রেমিক সাহসী,
চুল উড়ায় হাওয়ায়, চোখে থাকে স্বপ্নের নেশা নিঃসংশয়ী।
তারা দেখে না হেলমেটের নিচে চাপা পড়ে যাওয়া দায়িত্ব,
না বোঝে, রাইডের মাঝেই হারিয়ে যেতে পারে সংসারের ব্যাকরণ পাঠ।
ছেলেটা ছুটছে, শহরের রাস্তায়, ঘুড়ির মতো স্বাধীন মনে,
সে জানে না থেমে যাওয়ার শিল্প, জানে না সংসারের গানে।
মেয়েটা ভাবে, এটাই ভালোবাসা—
হাতে হাত, পিঠে ভরসা, বৃষ্টিতে কাঁপা ভালো লাগার উপাখ্যান।
কিন্তু গতি থামে একদিন,
ইঞ্জিনের শব্দ ঢেকে রাখতে পারে না সংসারের দিন।
রাত বাড়ে, দায়িত্ব আসে, কাঁধে ওঠে জীবনযুদ্ধ,
সেই বাইকার প্রেমিক হয়ে উঠে উদাসীন, দূরে যায় প্রতিদিন একটু করে চুপচাপ, নিরুদ্দেশ।
মেয়েরা বোঝে না তখন, ভালোবাসা ছিল গতি-মাখানো,
দায়িত্বের ছায়া এঁকে দিত না কোনো রোমাঞ্চের বুনন।
তবু তির্যক নয় কথাগুলো, শুধুই এক সত্যি কবিতা,
ভালোবাসো বাইকারকে? আগে দেখো সে পারে কিনা জীবনটাকে গুছিয়ে নিতে সলজ্জিতা।
📅 ০৫ এপ্রিল ২০২৫, শনিবার
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal