ঈদ মোবারক
মোস্তফা জামাল গুমুজি
খুশির রঙে রাঙা আকাশ, চাঁদের হাসি মুখ,
ঈদের সকালে বেজে ওঠে আনন্দের সুখ।
নতুন পোশাক, মিষ্টি গন্ধ, সবার মনে গান,
মহান রবের রহমতে ভরে যায় প্রাণ।
সুন্দর আলোয় ঝলমলে পথ, ভাইয়ের হাতে হাত,
দুঃখ ভুলে একসাথে আজ বাঁধি মনের ঘাট।
কোলাকুলির স্নিগ্ধ ছোঁয়া, ভালোবাসার ডাক,
ঈদের দিনে মিলেমিশে হই একে-অপরের সাক।
মনে আজ প্রশান্তি ঝরে, শান্তির বারতা,
ঈদ মোবারক, ভালোবাসায় কাটুক এই বারতা!
৩০ মার্চ ২০২৫, রবিবার
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal