নীড়ে ফেরা
মোস্তফা জামাল গুমুজি
নাড়ীর টানে নীড়ে ফেরার,
আনন্দেই আলাদা।
পৃথিবীর যত সুখ,
নিজের আপন ঠিকানায় পাওয়া যায়।
পরবাসের ক্লান্ত বিকেল,
চোখে জমে স্মৃতির জল।
দূর আকাশে চেয়ে থাকি,
স্বপ্ন দেখি ঘরের গল।
চেনা গন্ধ, মাটির টান,
বালিশে রাখা মায়ের গান।
ফিরে এসে বুকটা ভরে,
এটাই তো সুখের মান।
মঙ্গলবার, ১ এপ্রিল ২০২৫
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal