লুঙ্গির উড়ান
মোস্তফা জামাল গুমুজি
ঝিরিঝিরি বাতাসে,
লুঙ্গি উড়ে আকাশে।
তাই দেখিয়া কুত্তা দিলো ডাক,
আমি তো অবাক!
পাশের লোক হাসে রে ভাই,
আমার অবস্থা কী যে হয়!
ধরতে গেলে উড়ে যায় দূর,
লুঙ্গির মনে নাচের সুর।
মাটির টানে ফিরলো শেষে,
রক্ষা পেলাম লজ্জার দেশে।
তবুও কুত্তার বাঁকা চাহনি,
আমারে কইলো— “বুঝলি নি?”
সোমবার, ৩১ মার্চ ২০২৫
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal