নীলে আসক্ত
মোস্তফা জামাল গুমুজি
হোক না বিষাক্ত,
তবুও আমি নীলে আসক্ত।
আকাশের নীল,
সমুদ্রের ঢেউ,
চোখে ভাসে গভীর এক নীরব স্রোত।
নীলেই লুকিয়ে থাকে অভিমান,
বিষাদে ভেজা হৃদয়ের গান,
ভোরের কুয়াশায়, সন্ধ্যার ছায়ায়,
আমি নীলেই খুঁজে পাই প্রাণ।
নীল চুপচাপ কথা কয়,
মনের গহীনে ঢেউ তুলে যায়,
এক বিন্দু বিষে, ভালোবাসার নেশে,
আমি হারিয়ে যাই তার রঙের মায়ায়।
হোক না বিষাক্ত,
তবুও আমি নীলে আসক্ত —
কারণ নীল মানেই তুমি,
আর তোমার মাঝে ডুবে থাকাই আমার স্বপ্ন।
২৪ মার্চ ২০২৫, সোমবার
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal