নেতার মুখোশ
মোস্তফা জামাল গুমুজি
নেতা যদি চাঁদাবাজদের বিরুদ্ধে
একটিও শব্দ না বলে,
বুঝে নাও, রাতের আঁধারে
সেও ভাগ নেয় মালের থলে।
সন্ধ্যার ছায়ায় হাত মেলায়,
অন্ধকারে চুক্তি হয়,
ভোরের আলোয় মুখে হাসি,
আড়ালে সব খেলা রয়।
বুক ফুলিয়ে পথ চলেন,
বক্তৃতাতে জাগে আগুন,
পিছন পথে কুয়াশা ঢাকা —
চাঁদার ভাগে বাজে বাঁশি,
সেই নেতাও ততটাই দাগুন।
প্রকাশ্যে সে নীতির কথা,
গোপনে টাকার পাহাড়,
সত্যের মুখে পরায় মুখোশ,
বিক্রি করে সব আদর্শ আর।
চাঁদার ভাগে সুখের নেশা,
বেইমানি তার গর্ব,
মানুষ চেনে নেতা চেনে না —
মুখের হাসি, অন্তরে রক্তের ক্ষত।
২৪ মার্চ ২০২৫, সোমবার
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal