নিজেকেই ভালোবাসো
মোস্তফা জামাল গুমুজি
যে তোমার নয়, তার পিছু ছুটে
ফুরায় কেবল সময়, মলিন হয় রুটে।
তুমি ভাবো—সে একদিন ফিরবে,
সে ফিরবে না, শুধু স্মৃতির ভার বাড়বে।
যে চোখে তোমার খোঁজ নেই আজ,
সেই চোখে কেন রাখো এত সাজ?
যে হৃদয়ে তোমার নাম নেই লেখা,
তার জন্য এত কান্না—কি লাভ, কি দেখা?
থেমে যাও এবার, থামাও অভিমান,
নিজেকে দাও একটু সম্মান।
তুমি একা নও, তুমি পুরো পৃথিবী,
তোমার ভেতরেই আছে হাজার দীপ্তি, দীপ্ত জ্যোতি।
নিজেকে গড়ো, নিজেকে জানো,
আয়নায় হাসো, নিজেকে মানো।
সময় দাও নিজেকে প্রতিদিন,
ভালোবাসো নিজেকে—এটাই আসল স্বাধীনতা, এটাই জীবন বিনিময়হীন।
পথে পথে কাঁটা থাকুক,
তবু নিজের হাতে নিজের পায়ে রাখো সুখের হাতুক।
জীবন শুধু কারও জন্য নয়—
নিজেকেও ভালোবাসা যায়, খুব গভীর, নিঃশব্দ এক স্নেহময়।
📅 ০৭ এপ্রিল ২০২৫, সোমবার
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal