মৌনতার মূল্যে
মোস্তফা জামাল গুমুজি
জানত তারা আগেই—এ অভিযানের কথা,
তবুও মুখে তালা, হৃদয়ে গোপন নীরবতা।
আরব ভূমি বিকিয়েছে দাম চুকিয়ে,
হকের বদলে রক্ত—তবুও তারা মুখ ফিরিয়ে।
আমেরিকা দুঃসাহস করে—পায় সহমত মৌন কণ্ঠে,
নয়তো কাঁপতো গগন, রুখে দাঁড়াতো জন-জন্তে।
এক আওয়াজ, এক সম্মান, এক চেতনা জেগে উঠত,
কিন্তু তারা তো আত্মা হারিয়েছে, কেবল শরীরটি বেঁচে আছে, ঘুমে মশগুল।
মায়া কান্না এখন অর্থহীন,
তাদের শরীর গেছে, আমরাও নিঃসত্ত্ব দীন।
একটু চিল্লি, কিছু পোস্ট—তারপর নীরব ঘুম,
আবার সিনেমা, উৎসব, ভুলে যাই রক্তের ধূম।
তাদের পণ্য বর্জন? সে তো কেবল কথার ফাঁদে,
কার্টুনে হাসি, খাওয়ায় কফি, আর ঈদের দিনে সাজে।
তবুও প্রভু, তোমার কাছে মিনতি শেষ নয়,
ওদের শাহাদাত কবুল করো—এই রক্তের স্রোত বিফলে যাক না।
ক্ষমা করো ওদের ভুল, আকিদা, আমলের সীমালঙ্ঘন,
আমাদের করো যোগ্য—হও ঘুরে দাঁড়াবার প্রেরণাগণ।
দাও সেই তৌফিক, যে তলোয়ার নয়, জ্ঞানের দীপ্ত আলো,
যা ভেদ করে অন্ধকার, গড়ে তোলে সত্যের ভালো।
চোখের পানি জমে নদী,
হে আল্লাহ! সেই কান্না যেন হয় কবুলের স্ফুলিঙ্গ।
আজ থেকে বর্জন করি তাদের পণ্য, মনের পণ,
ভবিষ্যতের যুদ্ধ হবে জ্ঞান-তাকওয়ার অনুরণন।
📅 ০৭ এপ্রিল ২০২৫, সোমবার
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal