Posted on

নেতার প্রকৃত পরিচয়

মোস্তফা জামাল গুমুজি

ঈদের ময়দানে ছুটে আসে প্রাণ,
হাজারো কণ্ঠে বেজে ওঠে গান।
“স্যার ৫ বছর! ইউনূস দরকার!”
ভালবাসার বাঁধন, চিরন্তন অটুট সমঝোতার।

রাষ্ট্রের মসনদ ছোঁয় না যাঁর হৃদয়,
জনতার মাঝে থাকেন, তাই সে নির্ভয়।
কাঁচের প্রাসাদে বন্দি নয় মন,
মানুষের হাত ধরে এগোনো তাঁর ধ্রুবপথ-জন।

লোভের মোহে নয়, তিনি আছেন আলোয়,
দেশের জন্য নিবেদিত, হৃদয় তাঁর ঢালো।
এ ভালোবাসা কেনা যায় না স্বর্ণে,
এ ভালোবাসা চির অমলিন, হৃদয়ের গহীনে।

নেতা সে-ই, যে থাকে জনতার পাশে,
ভুলে না শেকড়, থাকে মানুষের আশে।
তাই তো বলে জনতা বারবার,
“ইউনূস সরকার, বারবার দরকার!”

৩১ মার্চ ২০২৫, সোমবার
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal

——-বন্ধুকে জানিয়ে দাও

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments