আশা না বিশ্বাস
মোস্তফা জামাল গুমুজি
আশা না বিশ্বাস, কোন পথে যাবো?
নিশ্চিত নয় আমি, দ্বিধার স্রোতে ভাসবো।
আপনার মনকে রাখবো আলোয়,
তবুও যেন না হারাই আমার ছায়ায়।
আমি এগোতে চাই, পিছুটান নয়,
নিজেকে খুন করার নেই কোনো দায়।
স্বপ্নের পথেই চলবো নির্ভীক,
সত্যের জন্য হৃদয় আমার দৃঢ়-অবিচল।
সম্মান, শ্রদ্ধা—এ তো অবিনশ্বর,
যেন চাঁদের আলোয় রৌদ্রের আঁচর।
আপন হৃদয়ে রাখুন আমায়,
এই বন্ধন অটুট থাকুক সারাজীবন।
৩১ মার্চ ২০২৫, সোমবার
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal