কৃতজ্ঞতার ঠিকানা
মোস্তফা জামাল গুমুজি
এটা কি সোনার কাঠি, নাকি রুপার আলো?
নাকি ভাগ্যের কপালে লেখা এক নীরব চলো?
ভয়, সংশয়, অনিচ্ছার বাঁধন,
তারপরও সাহস, এগিয়ে চলার স্বপ্ন বুনন।
ঠিকানা তুমি দিলে, আমি হাঁটি ধীরে,
পাশে নিয়ে দ্বিধা, আশা আর প্রহরে প্রহরে।
সময়ের স্রোতে যাত্রা হয় শুরু,
হাতের রেখায় আঁকি নতুন এক গুরু।
দোয়া ছাড়া কিছুই নাই, প্রতিদানও শূন্য,
তোমার দেওয়া ঠিকানায় রেখেছি হৃদয় পূর্ণ।
এই পথের শেষে হয়তো আলো,
নয়তো তোমার দোয়ার ছায়ায় থাকবো ভালো।
৩১ মার্চ ২০২৫, সোমবার
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal