জীবন নাটকের চেয়েও নাটকীয়
মোস্তফা জামাল গুমুজি
টায়ার বোঝা বয়ে চলে,
রাস্তায় ক্লান্তি ছুঁয়ে,
বিপদে যখন পথ হারাই,
কেউ কি পাশে রইবে?
আত্মীয়-বন্ধুর ভিড়ে,
চেনা মুখের ঢেউ,
অন্ধকারে হাত বাড়ালে,
খালি পড়ে থাকি কেঁপে।
অবদান কি মনে রাখে কেউ?
না, কেবল হিসাব চায়,
কি নিয়েছি, কি দিয়েছি —
এ হিসাবের নেই কোন শেষপ্রায়।
মানুষ চেনা বড়ই কঠিন,
মুখে মিষ্টি, অন্তরে ছুরি,
বিশ্বাস ভেঙে শিখি শুধু,
জীবন নাটকের চেয়েও দুর্দান্ত গহীন।
চলার পথে থমকে বুঝি,
দুনিয়া রঙ্গমঞ্চ,
চরিত্রেরা আসে, চরিত্রেরা যায়,
পর্দার আড়ালে লুকায় বঞ্চ।
২৪ মার্চ ২০২৫, সোমবার
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal