নেক বিবির আলো
মোস্তফা জামাল গুমুজি
নেক বিবি সেই, যে স্বামীর সুখে,
থাকে পাশে, দেয় সান্ত্বনা বুকে।
দুশ্চিন্তার রাতে মমতার হাত,
শান্তি হয়ে রাখে প্রহর জুড়ে মাত।
যদি সে হয় কষ্টের কারণ,
পেরেশানির হবে না তো পরণ।
দীনের পথ যে চিনে না ঠিক,
তারই ঘরে আসবে দুঃখের ক্ষণ দিক।
সাহায্য করবে কে দীনের পথে?
যদি না শিখে সে আলোর রথে?
তাই ঘরে রাখো কিতাব দীনের,
শিক্ষা দাও তুমি, শেখোও অন্তরের।
যেখানে দীনের আলো ঝরে,
সেখানে শান্তি থাকে ঘরে ঘরে।
সুখময় হোক সঙ্গী জীবন,
দীন-দুনিয়ার হোক রঙিন চিহ্ন।
২৭-০৩-২০২৫, বৃহস্পতিবার।
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal