গোছানো জীবনের পাঠ
মোস্তফা জামাল গুমুজি
সকালে উঠো তাড়াতাড়ি,
গুছিয়ে নাও কাজ,
পরিকল্পনায় এগিয়ে গেলে,
কাটবে না আর লাজ।
প্রতিদিনই ধুয়ে ফেলো,
নোংরা যত কাপড়,
পরিষ্কার ঘর, সুশৃঙ্খল মন,
সাজাবে তোমার আঙার।
আগাম রাতেই ভেবে রেখো,
কালকে কী কী করো,
সময়ের আগে প্রস্তুতি নিলে,
পাবে না আর ঝড়।
অপ্রয়োজন সরিয়ে ফেলো,
ক্লান্তি করবে বিদায়,
গোছানো জীবন আনবে সুখ,
শান্তি মিলবে তায়।
২৭-০৩-২০২৫, বৃহস্পতিবার।
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal