হ্যাঁ আল্লাহ
মোস্তফা জামাল গুমুজি
হ্যাঁ আল্লাহ, শুনো আমার ডাক,
তোমার দয়ার দরিয়ায় রাখো ছাপ।
শারীরিক সুস্থতা চাই তোমার দান,
যেন চলি সঠিক পথে, নাহি হয় অপমান।
ঋণের বোঝা দিও না ভারী,
স্বচ্ছ জীবন হোক স্নিগ্ধ কুসুমচারি।
সংকটের মেঘ যেন কাটে দ্রুত,
তোমার রহমতে পাই মুক্তি সূর্য।
সর্বশেষ চাওয়া ঈমানের আলো,
মৃত্যুর সময় থাকো পাশে ভালো।
সঠিক বিশ্বাসে নিই শেষ নিঃশ্বাস,
জান্নাতের পথে হোক আমার আশ।
২৭-০৩-২০২৫, বৃহস্পতিবার।
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal