মৃত্যুর পরে ভালোবাসা
মোস্তফা জামাল গুমুজি
সবার চোখে ভালো হতে হলে,
তোমাকে মরতে হবে,
শুধু তখনই নামটা তোমার,
শ্রদ্ধার কোটায় রবে।
যখন ছিলে জীবিত তখন,
দোষের ছিল না শেষ,
নিন্দার তীরেই বিদ্ধ হতেছো,
পেতো না কেউ আবেশ।
তবে কেনো মৃত্যুর পরে,
বদলে যায় হিসাব?
অভিযুক্ত মনেও তখন,
পড়ে তোমার জবাব।
জীবন জুড়ে ছিলে যে তুমি,
একলা এক পথিক,
মৃত্যুর পরে তারা বলে—
“সে ছিল সত্যের বন্ধু এক।”
এই হলো রীতি এই হলো নিয়ম,
এটাই যে বাস্তব,
জীবনে নয়, মৃত্যুর পরে—
ভালোবাসা সবচেয়ে শ্রদ্ধেয়।
২৭-০৩-২০২৫, বৃহস্পতিবার।
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal