নারীর গৌরব
মোস্তফা জামাল গুমুজি
সে ভোরের আলো, সন্ধ্যার স্নেহ,
ঘরে ঘরে জ্বালে ভালোবাসার মশাল।
সন্তানের হাসিতে, স্বামীর সুখে,
সে নিজেকে বিলিয়ে দেয় নিঃশব্দে কাল।
সে মমতার নদী, ধৈর্যের পাহাড়,
কখনো ডাক্তার, কখনো শিক্ষক।
তার স্পর্শে মুছে যায় ক্লান্তি,
তার চোখে জ্বলে ভালোবাসার আলো নিঃসংশয়।
বুকের গভীরে বয়ে চলে সমুদ্রের ঢেউ,
তবু মুখে হাসি, হৃদয়ে শান্তি।
সব দায়িত্ব কাঁধে নিয়ে,
সে দাঁড়িয়ে থাকে অবিচল, অমলিন।
সন্তান যদি পথ হারায়,
দোষ পড়ে তার মায়ের কাঁধে,
স্বামী যদি ব্যথিত হয়,
বলে — “স্ত্রী বুঝি ব্যর্থ!”
তবু সে ক্লান্ত হয় না,
ভালোবাসায় গড়ে তোলে সংসার,
প্রজন্মের বুননে সে শিল্পী,
ভালোবাসার আঁচলে সে আকাশ ভরে দেয়।
ওগো নারী, মাথা উঁচু করে দাঁড়াও,
তুমি পৃথিবীর আলো, জীবনের গান।
তোমার ত্যাগে জেগে ওঠে ভবিষ্যৎ,
তুমি শক্তি, তুমি প্রেম, তুমি পৃথিবীর প্রাণ।
২৬-০৩-২০২৫, বুধবার।
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal