নারীর চোখে পুরুষের ভালোবাসা
লেখক: মোস্তফা জামাল গুমুজি
চোখের পলকে পড়া যায় ভাষা,
চুপচাপ থেকেও বোঝা যায় আশা,
প্রেম যখন আসে নিঃশব্দ পায়ে —
নারীর হৃদয় তবু বুঝে যায় ছায়া।
দৃষ্টি যদি হয় কোমল, মায়াময়,
নারী তখন দেখে — ভেতরটা কেমন স্বয়ং।
অতল থেকে উঠে আসে প্রশ্ন —
এই দৃষ্টি কি শুধু চাওয়া? নাকি গভীর কোনও সম্মান?
শব্দেরা যদি হয় শ্রদ্ধায় ভরা,
হাসি যদি হয় সঙ্গীর সুখে গড়া,
তবে নারী বুঝে — ভালোবাসা আসলেই আছে,
শুধু শরীর নয়, মনেও সে জেগে আছে।
সাহায্যের ছুতো, অনুচ্চ স্বর,
কাছে আসার চেষ্টায় নেই কোনো ভয়,
এইসব সংকেতে নারী পড়ে নেয় —
কে তার আপন, কে শুধু ক্ষণিকের খেলাঘর।
শরীরী ভাষা বলে দেয় অনেক কিছু,
চোখের চাওয়া, গলার কাঁপন, হাতের খুচরা হরকত —
সব মিলে এক ছবিতে আঁকা থাকে অনুভব,
নারী জানে — কোনটা অভিনয়, কোনটা বাস্তব প্রেমের নবজাগরণ।
শেষে সে নিজের হৃদয়ের দিকেই চায় ফিরে,
কারণ অনুভবই তার শ্রেষ্ঠ ঠিকানা।
যে চোখ তাকে সম্মান দেয়, সে চোখেই তার বিশ্বাস,
আর যেখানে থাকে শুধু মোহ — সেখানেই তার নীরব বিদায়।
২৯ এপ্রিল ২০২৫, মঙ্গলবার
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal