এই ভূমি আর নয় নতজানু
লেখক: মোস্তফা জামাল গুমুজি
গত ষোলো বছরে চোখে চোখ রাখার সাধ্য ছিল কই?
কে দেখেছে এমন বুকচাপা জবাব, এমন বজ্র কই?
আজ বাংলা জানে কীভাবে দাঁড়াতে হয়,
অন্যায়ের মুখে প্রতিবাদের আগুন ছড়াতে হয়।
বিএসএফের বুকে আজ পা রেখে
সন্তান বলে দিয়েছে—আমরা ভয় করি না দেখে।
ভয় নয়, শ্রদ্ধা চাই—সীমান্তে সহমর্যাদার কথা,
নয়তো জবাব আসবে, বাংলার অগ্নিবীণার ব্যথা।
দাদাগিরির যুগ শেষ, সরে দাঁড়াও তুচ্ছ দাবিতে,
এ ভূমি মাথা নত করে না অযাচিত আধিপত্যে।
আমরা আর শুধু প্রতিবাদে নয়—
উত্তর জানি, জবাব জানি, আগুনে আগুন দিয়েই সয়ে।
বাংলা এখন চুপ করে না,
বুকে জ্বলে ইতিহাস, রক্তে লেখা চেতনার গাথা।
এই ভূমি স্বাধীন, এই ভূমি গর্বিত—
এখানে অন্যায় নেই অধিকার, বরং প্রতিবাদ হয় বাস্তবিক সত্যনির্ভর যুক্তিতে।
তারিখ: ২৯ এপ্রিল ২০২৫, মঙ্গলবার
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal