সন্দেহের ছায়া
লেখক: মোস্তফা জামাল গুমুজি
বউ খুশি? ঘর আলোয় ভরে যায়,
স্বামীর মুখে তখন শত পূর্ণিমার ছায়া ছায়।
সুখের খোঁজে ছুটে বেড়ায়, দেয়ালে দেয়ালে,
তবু সে কিছু চায় না, চায় শুধু ভালোবাসার পালে।
কিন্তু একদিন স্বামী হেসে ওঠে হঠাৎ,
বউ চমকে যায়— “এ হাসি কিসের পাতায়?”
কে দিল এই আনন্দ? কোথা থেকে এ মধুরতা?
না-চেনা কিছু যেন ঘোরে তার অবচেতনে ততটা।
নারীর মন তো নদীর মত, বাঁকে বাঁকে বয়ে চলে,
তারে যদি না বোঝে কেউ, সে সন্দেহের গানে গলে।
ভালোবাসা পেলে চায় তার ব্যাখ্যাও স্পষ্ট হোক,
স্বামী হেসে উঠলেই ভাবে — “এই হাসি কার চোখ?”
না, সে ভালোবাসা চায় বেশি — শুদ্ধ, খাঁটি, নির্ভরতা,
যেখানে নেই লুকোচুরি, নেই অন্য কারো প্রতিচ্ছবি কথা।
তবু, ভুল বোঝাবুঝি হয়, হয়ত হয় গভীর টানেও,
সন্দেহ শুধু এক চুমুক — ভালোবাসারই অন্য রূপ একটানে।
স্বামী তখন যদি বুঝতে পারে,
বউয়ের সন্দেহ আসলে ভালোবাসারই অনুরাগ ধারে,
তবে সে ঠান্ডা বাতাসে ঢেলে দিতে পারে বিশ্বাসের বৃষ্টি,
আর বউ তখন হাসে — “এ তো আমারই খুশির দৃষ্টি!”
৩০ এপ্রিল ২০২৫, বুধবার
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal