মূল্যহীন আমি
মোস্তফা জামাল গুমুজি
যে বয়সে হাতে আছে
রক্ত গরম শক্তি,
যে বয়সে পথ দেখাতে
পারি আমি মুক্তি।
সে বয়সেই মূল্য যদি
পাই না তার কাছে,
তাহলে কাল কি হবে?
ভাবি মনে আজে-বাজে।
আল্লাহ না করুক যদি
অসুখে পড়ি বিছানায়,
যদি পায়ে বেড়ি পরে
বৃদ্ধ বয়সের অঙ্গনায়।
যে আজ কথা শোনে না
ব্যস্ত মোহের খেলায়,
সে কাল কাছে আসবে?
দ্বিধার ছায়া মেলায়।
ভালোবেসে গড়েছিলাম
সংসারের একেক ইট,
আজ যে দেয় না মূল্য,
কাল কি দেবে চিন্তামুক্ত চিত্ত?
📅 ০২ এপ্রিল ২০২৫, বুধবার
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal