Posted on

বাবা

মোস্তফা জামাল গুমুজি

বাবা ছাড়া পৃথিবী আমার
ভীষণ অন্ধকার,
চোখ ঝলসানো আলোতেও
দেখি না কিছু আর।

শূন্যতার ছায়ায় মোড়া
প্রতিটি সকাল-বিকাল,
বাবার ছোঁয়া হারিয়ে গেছে
স্মৃতির দরজায় কেবল।

কোথায় গেলে পাই যে ফিরে
সেই আশ্রয়ের হাত?
বুকের গভীর কাঁপন জুড়ে
বাজে বিরহ-সুরের পাঠ।

বাবা, তুমি রয়ে গেলে
আকাশের তারায় মিশে,
তবু তোমার নামটি ধরে
বাঁচি প্রতিক্ষণ নিশে।

📅 ০২ এপ্রিল ২০২৫, বুধবার
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal

——-বন্ধুকে জানিয়ে দাও

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments