গুণের দোষ
মোস্তফা জামাল গুমুজি
শুধু দোষের কারণেই মানুষ
দোষী হয় না আজ,
গুণের ভারেই জ্বলে ওঠে
হিংসুকের মুখের লাজ।
সুনামের আলো যতো বাড়ে,
ততোই আঁধার ছড়ায়,
হিংসার আগুন জ্বলে ওঠে,
বিষের বাঁধন গড়ায়।
এতো গুণ, এতো খ্যাতি,
এতো সুখ্যাতির ধারা,
সবই নাকি বড় এক দোষ,
তাদের চোখের কারা!
যে আলো দিয়ে পথ দেখাই,
তারা চায় সেই ছায়া,
আমার গুণেই তাদের রাত,
বেদনার গান গায়া।
তবু আমি গুণেই বাঁচি,
সত্যের পথে চলি,
হিংসুকরা যতই জ্বলে,
আমি আকাশে জ্বলি।
📅 ০২ এপ্রিল ২০২৫, বুধবার
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal