মায়া, না কি অন্য কিছু?
লেখক: মোস্তফা জামাল গুমুজি
কবিতা লিখছি, আর চোখ দিয়ে
টপটপ করে ঝরে পড়ছে পানি।
কলমটা থামে না, কিন্তু মনটা থেমে যায়,
জানিনা—এটা কি মায়া, না কি কষ্টের টানি?
শব্দেরা ভিজে যায় অশ্রুর ছোঁয়ায়,
প্রতিটি লাইন যেন হৃদয়ের হুমায়।
আকাশ নীরব, বাতাস বোবা,
তবুও ভেতরে বাজে না বলা কেমন যেনো কোলাহলা।
আমি লিখছি, অথচ ভাবছি—
কেন এই পানি, কে দিলো এই ব্যথা?
মনে পড়ে কি কারো স্মৃতি ছায়া,
নাকি হৃদয় কাঁদে কোনো নিরবে হারানো মায়া?
মায়া হলে থাক, কাঁদুক এ মন,
অন্য কিছু হলেও—তাতে নেই ক্ষয়ন।
কারণ এই অশ্রু, এই টপটপ ধ্বনি,
বলছে আজ—আমি এখনো বেঁচে আছি সম্পূর্ণ কবি।
তারিখ: ২৬ এপ্রিল ২০২৫, শনিবার
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal