আমি সরে যাব নিরবে
লেখক: মোস্তফা জামাল গুমুজি
যদি কখনো মনে হয়,
আমি তোমার বিরক্তির কারণ—
একটুখানি ইঙ্গিত দিও,
শব্দ বলার প্রয়োজনও হবে না তখন।
আমি সরে যাব নিরবে, নিঃশব্দে,
পাতার মতো ঝরে যাব হাওয়ার টানে।
না থাকবো চাহনিতে, না থাকবো গল্পে,
ভুলে যাবে—একদিন ছিলাম তোমার প্রাণে।
আমি চাই না হই তোমার বোঝা,
চাই না হঠাৎ দেখা হলে হয় কষ্টের দোলা।
তাই তুমি চুপচাপ চোখ নামালেই বুঝবো,
সেদিন থেকেই হালকা করে ছাড়বো বন্ধনের ছোঁয়া।
ভালো থেকো তুমি, সবটুকু হাসি নিয়ে,
আমার অভাব যেন না হয় কোনো ক্ষীণ ব্যথা পেয়ে।
আমি একটুখানি জায়গা ছেড়ে দিয়ে,
চলে যাবো, যেখানে নীরবতাই বয়ে।
তারিখ: ২৬ এপ্রিল ২০২৫, শনিবার
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal