একলা মন, নীলের ছায়া
**লেখক: মোস্তফা জামাল গুমুজি**
আজ মনটা ভারী ক্লান্ত,
নীরব চার দেয়ালের কাঁটায়।
নতুন করে ভালো থাকার গল্পে,
ইচ্ছে আর বাঁধে না পাতায়।
আমি আমার মতোই আছি,
ভাঙা আলোয় জেগে থাকা।
তোমাদের রঙের মিছিল দূরে থাক,
আমার প্রিয় রঙ নীল-কালো মাখা।
স্বপ্ন আসে চুপিসারে,
তারাগুলো খেলে যায় চোখের পারে।
সব হারিয়ে, সব ভুলে,
হারানোদের ভীড়ে খুঁজি আপন হারায়ে।
একাকী আমি, একাকী হাঁটি,
ভালো থাকার অভিনয় ছাড়ি।
মন খারাপের নীরব আকাশে,
শুধু নিজের গল্প নিজের কাছেই সাজাই।
কারণ এ মন বোঝে কেবল নীরবতা,
ঝলমলে শব্দ নয়—চুপচাপ ব্যথা।
**তারিখ: ২৬ এপ্রিল ২০২৫, শনিবার**
\#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal