ঈদের খুশি
মোস্তফা জামাল গুমুজি
আজ খুশিতে বুকের ঘরে মন ময়ূরী নাচে,
ঈদ আনন্দে সবাই এলো আমার ভীষণ কাছে।
নতুন পোশাক, নতুন আশা, রঙিন রোদের ঝলক,
সবার মুখে হাসির জোয়ার, হৃদয় জুড়ে আলো ফোটক।
দরজায় কড়া নাড়ে উচ্ছ্বাস, শিশুরা দৌড়ে আসে,
একটুখানি মিষ্টি হেসে হাত রাখে সবার হাতে।
কোলাকুলির উষ্ণ ছোঁয়া মুছে দেয় সব ব্যথা,
আজকের দিনে নেই কোনো দুঃখের পুরনো কথা।
প্রার্থনার সুরে ভাসে মন, প্রশান্তির এক নীড়,
আকাশ জুড়ে ছড়িয়ে পড়ে দোয়ায় ভরা ঈদ।
আসুক সুখ, থাকুক ভালো, মুছে যাক সব ক্লান্তি,
ঈদ মোবারক, এই দিনে রইল হৃদয় শান্তি।
৩১ মার্চ ২০২৫, সোমবার
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal