নিঃশব্দ জীবন
মোস্তফা জামাল গুমুজি
এমন শান্ত জীবন কে চেয়েছিলো মাবুদ,
উৎসবে আনন্দ লাগে না, শোকে কান্না আসে না।
আঘাতে দুঃখ লাগে না, দুঃখে অবাক লাগে না,
বাইশ গজ নিচে নলকূপের জলের মতো,
এমন শান্ত জীবন তো চাইনি কখনো।
আমারে নদীর জলের মতো বানাইতে পারতা,
বাতাসে ঢেউ হইতাম, মানুষ আসতো, দেখতো,
জোয়ার-ভাটার মতো খোঁজ খবর নিতো।
আমারে মানুষ বানাইলা,
বুকে ব্যথার পাহাড় দিলা,
শুধু খোঁজ নেয়ার মানুষ দিলা না।
মঙ্গলবার, ১ এপ্রিল ২০২৫
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal