লড়ে যাবো
জিবনে কত খারাপ সময় এসেছে বা কত খারাপ সময় পার করেছি, বা এখনো কত খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। এসব নিয়ে আমি একটুও ভয় পাইনা। কারন, আমার সামনে অনেক বড় একটা ঝড় আসবে আন্দাজ করতে পারছি। ইনশাআল্লাহ, আমি অন্ধকার কাটিয়ে নতুন সূর্য আনতে পারবো। আমাকে পারতে হবে, নইলে নিজের অস্তিত্বের কাছে কোনদিন মাথা তুলে দাড়াতে পারবোনা। সময় যতই খারাপ হোক, আমি জয়ী হবো নাকি পরাজিত জানিনা। তবে, থেমে যাবোনা, লড়ে যাবো ইনশাআল্লাহ।
✍️✍️মোছা:রহিমা খাতুন