মানসিক শান্তি
পৃথিবীতে মানসিক শান্তি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। প্রতিটি মানুষ হয়তো মানসিক ভাবে ভালো থাকতে পারেনা। কিন্তু যখন বুঝতে পারা যায় যে, যে যায়গায় আমার অবস্থান সেখানে মানসিক শান্তি পাওয়া অসম্ভব, তবে যায়গাটি পরিবর্তন করাই বুদ্ধিমানের কাজ। ভূল মানুষের ই হয়, কিন্তু ভূলের মধ্যে ডুবে জীবন কাটিয়ে দেওয়া মানে নিজের হাতে নিজের মন কে খুন করা।
✍️✍️মোছাঃরহিমা খাতুন