Posted on

আত্মহত্যা

সত্যিই ভীষণ ভয়ংকর আর ক্ষমার অযোগ্য একটা জঘন্য কাজ। প্রতিটি মানুষ স্বপ্ন দেখে বাচার জন্য। হয়তো ভাগ্য বা নিজের ভূলে পথভ্রষ্ট হয়ে আমরা হারিয়ে যাই অন্ধকারে। কিন্তু যখন আমরা বুঝতে পারি তলিয়ে গেছি, তখন অনেকেই ভেবে নেয় এটাই বুঝি শেষ। মুক্তির নামে নিজেকে আল্লাহর রহমত থেকে বঞ্চিত করে, নিজের স্বত্তাকে বিসর্জন দিয়ে আমরা হারিয়ে যাই আত্মহত্যা নামক অতল গহ্বরে। খারাপ সময়, ব্যর্থতা, অপমান, কষ্ট কার জীবনে নেই? আমার আপনার সবার আছে। কিন্তু সবাই নিজেকে বিসর্জন দেয়না। যদিও অনেকেই সাপোর্ট খুজে ব্যর্থ হয়ে ধরা দেয় স্বেচ্ছায় মৃত্যুর থাবায়। কিন্তু ভাবেনা, সত্যিই কি আমাদের মুক্তি হয়? মহান আল্লাহ পরীক্ষার পর পরীক্ষা নিবেন আমরা হেরে যাবো, তারপর কোনো একবার জিতে গিয়ে উনার দেওয়া মৃত্যু মেনে নিবো। হ্যা এটাই জীবন।
আমি মর্গে লাশ কাটা দেখে উপলব্ধি করেছি, আসলেই যে ভাবে টেনে হিচড়ে দেহ টাকে ব্যবচ্ছেদ করে, সেটা অকল্পনীয়। আল্লাহ সবাইকে ঈমানের সাথে মৃত্যু দিক। জিবনের হাজারো করা পাপের পরে, তওবা করে আল্লাহর নিয়মে মৃত্যু হোক। আমি বরাবর ই বলি,,:
বিসর্জন দিয়ে স্বত্ত্বা
করোনা আত্মহত্যা।

✍️মোছা:রহিমা খাতুন।

——-বন্ধুকে জানিয়ে দাও

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments