লক্ষীটি সোনা
লেখক: মোস্তফা জামাল গুমুজি
তুমি সুন্দর, তাইতো বারবার,
তোমার কাছে ফিরি, হৃদয় ভার,
কলের সুরে বাজে মনের গান,
তোমায় ছুঁয়ে পাই শান্তির জান।
তোমাকে দেখে মন ভুলিয়ে রাখি,
স্বপ্নেরা আসে, আলোর পাতাখি,
তোমার হাসিতে ভাসে চাঁদের আলো,
রাগ করো না, লক্ষীটি ভালো।
তোমার কথায় সময় থমকে যায়,
প্রেমের সুরে ভরে প্রাণের নায়,
তোমার রাগও মধুর লাগে,
ভালোবাসায় ভরে হৃদয়ের আগে।
লক্ষীটি সোনা, মন দিয়ে রাখি,
তোমার জন্য এ হৃদয় আঁকি,
বারবার আসি, বারবার বলি,
তুমি যে আমার, হৃদয়ের কলি।
তারিখ: ২২ মার্চ ২০২৫, শনিবার
#gumuji #গুমুজি #godsgamelook #icchapurun #mostofajamal