বিশ্ব পানি দিবস
লেখক: মোস্তফা জামাল গুমুজি
পানির অপর নাম যে জীবন,
আজ সে কথার নেই সম্মান।
জলধারা শুকায়, কাঁদে নদী,
মরুর বুকে জন্মায় নিরব সৃষ্টি।
ভূগর্ভে লুকায় জলরাশি,
মানবকুলে নেমে আসে হাহাকার ভাসি।
অদৃশ্য সে সম্পদ, প্রাণের আলো,
উত্তোলনের খেলায় পড়ে আজ কালো।
ব্রাজিলের মাটিতে উঠেছিল সুর,
রিওর প্রস্তাবে ধ্বনিত হয়েছিল নূর,
পঁচানব্বই থেকে জলস্মরণে,
একুশে মার্চ কাঁদে প্রাণভরে।
বাংলার মাটি ডাকে তোমায়,
বাঁচাও এ জল, রুখো অবক্ষয়,
মাটির তলে যে সঞ্চিত প্রাণ,
তারাই ধরার প্রকৃত জান।
আসো হে মানব, জলকে বাঁচাই,
জীবনের সুরে নতুন গান গাই।
পানির কদর বুঝে চলি,
জল ছাড়া নেই পথের চলি।
তারিখ: ২২ মার্চ ২০২৫, শনিবার
#gumuji #গুমুজি #godsgamelook #icchapurun #mostofajamal