কোন সে রূপকার
লেখক: মোস্তফা জামাল গুমুজি
কোন সে রূপকার, সাজালো এ সংসার,
নীল আকাশে মেঘের খেলা,
সবুজ পাতায় শিশিরের ভেলা,
সূর্য যখন ওঠে দূর গগনে,
কে জানে সে কোন গুণে?
কোন সে রূপকার, আঁকলো নদীর রেখা,
জোয়ারে আসে স্রোতের দেখা,
পাখির ডাকে ভোরের সুর,
কে দিলো এমন মধুর নূর?
কোন সে রূপকার, গড়লো হৃদয়-দেয়াল,
ভালোবাসার রঙে তুললো ক্যানভাস,
দুঃখে-কষ্টে বাজে যে সুর,
তারি মাঝে লুকিয়ে নূপুর।
কোন সে রূপকার, দিলো এ প্রাণে গান,
প্রকৃতির কোলে বুনলো স্বপ্নের সমাধান,
জীবন চলে নদীর ধারায়,
তবু খুঁজি সেই অজানার পরিচয়।
তারিখ: ২১ মার্চ ২০২৫, শুক্রবার
#gumuji #গুমুজি #godsgamelook #icchapurun #mostofajamal