কলিজার শান্তি
মোস্তফা জামাল গুমুজি
ইতিহাস সাক্ষী রেখে বলছে,
মেয়েদের মন বড়ই আলতো,
অভিমানের আগুন জ্বলে,
ভালোবাসায় মিশে যায় কালতো।
তোমার সাথে যতই ঝগড়া হোক,
ততই বাড়ে টান,
তুমি ছাড়া রাগ ভাঙানোর,
নেই যে কোনো প্রাণ।
শব্দের আঘাত দেয় যে কাঁপন,
চোখের জলে মুছে যায়,
মন খারাপের শেষ ঠিকানা,
তোমার বুকেই থমকে রয়।
তুমি পাশে থাকলে যত ঝড়ই আসুক,
হাসির রেখা ফুটবেই,
ঝগড়া শেষে যে শান্তি মেলে,
সে সুখ কেউ ছুটবেই?
📅 ০৫ এপ্রিল ২০২৫, শনিবার
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal