একটা আলিঙ্গন
মোস্তফা জামাল গুমুজি
একটা আলিঙ্গন—নীরবতার চেয়েও গভীর,
যেখানে কান্না মিশে যায় নরম কাঁধে,
যেখানে হৃদয়ের ঝড় থেমে গিয়ে
প্রশান্তির এক নীলে গা ভাসায় ব্যথার নৌকো।
খাঁ খাঁ রোদ্দুরে যেমন নামে পসলা বৃষ্টি,
তেমনই নামে সে দু’হাতের ঘেরাটোপে।
ভাঙা হৃদয়ে ফোটে এক বিন্দু সবুজ,
ভালোবাসাহীন মনে জেগে ওঠে প্রেম, মায়া, আশ্রয়।
একটা আলিঙ্গন বদলে দেয় গল্প,
যা ছিল ছিন্ন, তা হয়ে ওঠে সম্পূর্ণ।
যার ছিল না কোনো শেষ অধ্যায়,
সেখানে শুরু হয় এক নতুন পৃষ্ঠা—একটি জড়িয়ে ধরার উপাখ্যান।
কেউ কেউ সহস্র বছর ধরে অপেক্ষা করে
শুধু একটা আলিঙ্গনের জন্য,
একটি মুহূর্তের জন্য যেখানে সমস্ত না বলা কথা
শরীর ছুঁয়ে বলে দেয়, “আমি ছিলাম, আছি, থাকবো।”
দেখা হোক, না-ই বা হোক—
অভিমানে, অশ্রুতে, ভালোবাসার গহীনে—
আসুক সেই ক্ষণ,
যখন দু’হাত জড়িয়ে ধরবে হৃদয়ের প্রান্ত।
০১ মে ২০২৫ | বৃহস্পতিবার
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal