কষ্টের গল্প
মোস্তফা জামাল গুমুজি
নিজের কষ্ট পাহাড় সমান,
ভাঙে না তবু, থাকে অবিচল।
অন্যের চোখে গল্পের মতো,
দুই লাইনেই শেষ অনল।
হৃদয়ের বোঝা নীরব রাতে,
ঝরে পড়ে নীরব কান্নায়।
কেউ বোঝে না ব্যথার ভাষা,
গল্প হয়ে যায় কথায় কথায়।
সময়ের স্রোতে ভাসে ব্যথা,
শব্দহীন সেই আর্তনাদ,
পাহাড়ের মতো নীরবে থাকে,
তবু কেউ বোঝে না সে সাধ।
২৩ মার্চ ২০২৫, রবিবার
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal