কথার খেলাঘর
লেখক: মোস্তফা জামাল গুমুজি
কথাতেই শুরু, কথাতেই শেষ,
মনের ভেতর জমে থাকে একেকটা আবেশ।
প্রেম আসে চুপিচুপি কথার ইশারায়,
বিরহও নামে ঠিক সেই কথার ধারায়।
কথাতেই জ্বলে আগুনের হলকা,
আবার স্নিগ্ধ করে শীতল গলকায়।
একটি “ভালোবাসি” বদলে দেয় দিন,
একটি “বিদায়” ভেঙে দেয় হৃদয়ের টিন।
নীরবতা মাঝে লুকানো যত ক্ষত,
সবই তো জন্ম নেয় অচেনা সেই কথাতে জড়িত রত।
কথা দিয়েই গড়া, কথা দিয়েই ভাঙা,
কথার টানেই জীবন পায় অনন্ত রাঙা।
তাই সাবধানে বলো, ভালোবাসার ভাষা,
কারণ কথাতেই হাসি, কথাতেই আশাহারা নিরাশা।
তারিখ: ২৯ এপ্রিল ২০২৫, মঙ্গলবার
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal