জীবনের পথ
মোস্তফা জামাল গুমুজি
জীবন সহজ নয়,
পথটা কাঁটায় ভরা,
হাঁটতে হলে শিখতে হবে
কষ্টের গান ধরা।
অপেক্ষার সুরে বাজে
স্বপ্নের মৃদু সুর,
সহ্য করেই এগোতে হয়
সময়টা বড়ো কঠিন দূর।
রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে
জীবন খোঁজে পথ,
সহজ করাই কৌশল সব,
মনকে রাখো সত্যে রত।
অপেক্ষা করো, ধৈর্য ধরো
সময় তো বদলাবে,
সাহস নিয়ে এগিয়ে চলো,
জীবন গান শোনাবে।
২৩ মার্চ ২০২৫, রবিবার
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal