খারাপ আচরণ
লেখক: মোস্তফা জামাল গুমুজি
জীবনে আসবে একদিন,
অন্যের দরকার হবে মনপ্রাণে,
হয়তো কেউ আসতে চাইবে,
হাত বাড়াবে সহানুভূতিতে।
কিন্তু পথ রুদ্ধ করবে,
তোমার খারাপ আচরণ,
কঠোর কথা, তিক্ততা,
ভয় পাইয়ে দেবে আগন্তুককে।
আসবে না কেউ পাশে,
না দেবে কোনো সমর্থন,
বয়ে চলবে নিঃসঙ্গ সময়,
কষ্টের নিরব অনুরণন।
আজ যদি মধুরতা আনো,
আচারনে ছড়াও মায়া,
কাল তোমার দুয়ারে আসবে,
সহানুভূতির সাগর হাওয়া।
তারিখ: ২১ মার্চ ২০২৫, শুক্রবার
#gumuji #গুমুজি #godsgamelook #icchapurun #mostofajamal