দেশপ্রেমের জাগরণ
মোস্তফা জামাল গুমুজি
সবার মনে রাখা জরুরি,
দলের চেয়ে দেশ বড়—
শুধু কথা নয়, কাজেই ফুটে
উঠুক সে দৃঢ় পরো।
সরকারি ঘুষের দরজা বন্ধ,
সব কাজ চলছে অনলাইনে,
প্রবাসীর রেমিট্যান্স বয়ে আনে
অর্থনীতির নতুন রঙ্গে।
রমজানে নেই বিদ্যুৎ সংকট,
দ্রব্যমূল্যও নিয়ন্ত্রণে,
বিশ্ব মঞ্চে বাড়ছে মান
বাংলাদেশ আজ গর্বে গানে।
ভিসা খুলছে আমিরাত,
আসিয়ান সদস্য হবার পথে,
চীন দিচ্ছে প্রযুক্তির হাত
ভারত ছাড়িয়ে নিজ শক্তিতে।
মালয়েশিয়ায় যাবে শ্রমিক,
পণ্য যাবে বিশ্ববাজারে,
জমি-কর আর জিডি সব
হবে ডিজিটাল এক সেবায় ভারে।
নারীদের নিরাপত্তা,
আর প্রবাসীদের সম্মান ফেরে,
হজের অ্যাপ, পাসপোর্ট হোমডেলিভারি
সময়ের চেয়ে এগিয়ে চলে।
স্টারলিংক ছুঁয়ে বলছে আজ,
তথ্য গোপন নয় কোনোদিন,
জনগণ জানবে কে কেমন
কে দেশচিন্তা করে প্রতিদিন।
ডিএনএ ল্যাবে অপরাধ খুঁজে,
বিচার হবে গণহত্যার,
দুর্নীতির সম্পদ বাজেয়াপ্ত,
আসবে ফেরত লুটের ডলার।
জুলাই চার্টার বলবে কণ্ঠে,
কে দেশপ্রেমিক, কে ভণ্ড মুখোশে,
ইউনুস স্যার— আপনি সেই
কল্পনাও ছাপানো একজন মেধার পাহাড়ে।
📅 ০৫ এপ্রিল ২০২৫, শনিবার
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal