কলিজার গল্প
✍ মোস্তফা জামাল গুমুজি
সন্ধ্যার শহরে কল বেয়ে পানি,
ভাই হেঁটে আসে, ক্লান্ত নাকি?
পাঁচ লিটারের বোতল হাতে,
কেবল এক চাহনির তরে রাত কাঁটে।
দুই বছর ধরে সেই একই পথ,
একই বোতল, একই রাত,
প্রতিটি ফোঁটায় ছিল এক গল্প,
যে গল্পে ভালোবাসা ছিল অলখ।
তারপর একদিন বদলে গেল সব,
নতুন নাম, নতুন ঠিকানা,
পোস্টের নিচে শুভেচ্ছার ঢল,
কিন্তু কারো কি মনে পড়লো কাল?
ভাই ডিএক্টিভ, নম্বর নেই,
তবু একবার কলিজা কাঁপে কি?
উত্তরে হাসি— “না ভাই,
পৃথিবী এমনই, দুঃখের ভাগ নিতে হয়।”
তাই হয়তো কাঁদেনা কেউ,
শুধু সন্ধ্যার রাস্তায় বাতাস বয়,
একটা কলের সামনে থেমে থাকে
এক বুক ভালোবাসার ক্ষয়…
📅 ৩০ মার্চ ২০২৫, রবিবার
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal